লক্ষ্মীপুরের কমলনগরে এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকা থেকে গ্রেফতার করেন চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিনকে।
পুলিশ জানায়, ইউপি সদস্য জসিমের বিরুদ্ধে ঐ এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির অভিযোগে তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরওয়ানা থাকায় তাকে আটক করা হয়। অপর আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চরকালকিনি ইউনিয়নের হানিফ মাঝির ছেলে মো. মোসলেহ উদ্দীন ও চরফলকন ইউনিয়নের মৃত আজিজুল হকের ছেলে মিলন মাঝি। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন কমলনগর থানা পুলিশ।
জায়গা জমি ও মারামারি সংক্রান্ত বিরোধ নিয়ে দায়েরকরা মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকায় গত বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন