বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁয় নিজের রাইফেলে বিজিবি সদস্যের আত্মহত্যা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০২ এএম

নওগাঁর সাপাহার সীমান্তে এক বিজিবি সদস্য ডিউটিরত অবস্থায় অস্ত্র নিজের বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। আত্মত্যাকারী বিজিবি সদস্য ১৬ বিজিবি ব্যাটালিয়নের সাপাহার উপজেলার সুন্দরইল বিজিবি ক্যাম্পে কর্মরত সিপাহী তানভীর আহমেদ। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের শেখ আরজুনুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে। ১৬ বিজিবি জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে সিপাহী তানভীর আহমেদ ক্যাম্প অভ্যন্তরে নিজের নিকট থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে আত্মহত্যা করে।
গতকাল সকাল ৭টার দিকে বিজিবির অন্য সদ্যস্যরা আহত অবস্থায় তানভীরকে সাপাহার হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে তাদের গাড়িতে তুলে হাসপাতাল ত্যাগ করে।

কিছু দূর যাওয়ার পর রাস্তায় বিজিবি সদস্য তানভীরের অবস্থা আশঙ্কাজনক হলে পুনরায় তাকে সাপাহার হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে দেখে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় জানানো হলে পুলিশ হাপাতাল চত্বরে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, পারিবারিক কারণে তানভীর আত্মহত্যা করতে পারে। সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তবে কি কারণে ওই বিজিবি সদস্যের আত্মহত্যা করেছেন তার কারণ জানাতে পারেনি পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন