শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মিরপুর থেকে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর থেকে গতকাল রোববার আরিফুল ইসলাম শান্ত (১৭) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত নয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরপুর থানার এসআই মেহেদী হাসান জানান, গতকাল সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দক্ষিণ মনিপুর এলাকার ৪৫৬/১/২ বাড়ির গেইটের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

আরিফুল স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। কর্মস্থলের পাশের ভবনের একটি বাসায় তার বোনের পরিবারের সাথে বসবাস করতো। তিনি আরো বলেন, আরিফুল আত্মহত্যা করেছে না কি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহত আরিফুলের বাবার নাম রমজান আলী। তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন