সিলেট অফিস : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে মাইক্রোবাস পার্কিং বাতিলের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন ওসমানী মেডিকেল শাখা এ ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল শনিবার সকাল থেকে তারা ধর্মঘট পালন করছেন। বিকাল ৫টায় এ প্রতিবেদন রেখা পর্যন্ত ধর্মঘট চলছিল। এতে করে বিপাকে পড়েছেন রোগীরা। বিশেষ করে স্বজনের লাশ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না ভুক্তভোগীরা। অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন ওসমানী মেডিকেল শাখা সভাপতি আকমল হোসেন জানান, ওসমানী হাসপাতালের অভ্যন্তরে মাইক্রোবাস (অ্যাম্বুলেন্সসহ) পার্কিং নিষিদ্ধ করেছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এদিকে অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘটে বিপাকে পড়েছেন ওসমানী হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে যাদের রোগী মারা গেছেন, তারা লাশ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। মায়ের লাশ নিয়ে সকাল থেকে ভোগান্তি পোহাচ্ছেন সুনামগঞ্জের মাসুদ পারভেজ ও অনুকুল রায়। তাদের দুজনের মা-ই ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন। কিন্তু অ্যাম্বুলেন্স না চলায় লাশ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না তারা। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন