শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

অ্যাপলকে টপকাতে চায় হুয়াওয়ে

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দুই বছরের মধ্যে স্মার্টফোনের বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলকে টপকে যেতে চায় চীনের হুয়াওয়ে। বর্তমানে স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে আছে হুয়াওয়ে। প্রথম স্থানটি স্যামসাংয়ের। বৃহস্পতিবার হুয়াওয়ের কনজুমার ব্যবসা গ্রুপের প্রধান নির্বাহী রিচার্ড ইয়ু বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনার এই কথা বলেন।টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি নির্মাতা হিসেবে হুয়াওয়ের পরিচয় দাঁড়ালেও গত কয়েক বছরে চার হাজার কোটি মার্কিন ডলারের স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে চলে এসেছে হুয়াওয়ে। মিউনিখের এক অনুষ্ঠানে ইয়ু বলেন, ‘চার বছর আগে যখন ফোন বিক্রির ঘোষণা দেওয়া হয় মানুষ আমাদের পাগল বলেছিল। যখন আমরা ১০ কোটি ফোন বিক্রির কথা বলেছি তখনো আমাদের পাগল বলা হয়েছে। সম্প্রতি নতুন একটি প্রিমিয়াম ফোনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। এর দাম ৬৯৯ ইউরো (প্রায় ৬১ হাজার টাকা)। ফোনটিতে বিশেষ ফিচার হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে তিন কোটি ৩৬ লাখ ইউনিট ফোন বিক্রি করে বাজারের নয় শতাংশ দখল করেছে হুয়াওয়ে। চার কোটি ৫৫ লাখ ফোন বিক্রি করে বাজারের ১২ শতাংশ দখল করেছে অ্যাপল আর সাত কোটি ৫৩ লাখ ইউনিট ফোন বিক্রি করে বাজারের ২০ দশমিক এক শতাংশ দখল করেছে স্যামসাং। ইয়ু বলেন, আমরা ধাপে ধাপে উদ্ভাবনের পর উদ্ভাবন দিয়ে অ্যাপলকে পেছনে ফেলতে চাই। আরও সুযোগ আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভারচুয়াল রিয়্যালিটি, অগমেন্টেড রিয়্যালিটি আসবে। স আকাশ নিবির

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন