শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

নষ্ট মেমোরি কার্ড থেকে ফাইল উদ্ধারের নিয়ম

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিভিন্ন কারণে অনেক সময় মেমোরি কার্ড ক্ষতিগ্রস্থ হয়। ফলে এর ভেতরে থাকা ফাইল আর দেখা যায় না। গুরুত্বপূর্ণ ফাইলও মিস হয়ে যায়। এ সমস্যা থেকে উদ্ধারে সহজ সমাধান রয়েছে। ফাইল দেখাচ্ছে কিন্তু ব্যবহার করা যায় না। সাধারণত এমন সমস্যা হয়ে থাকে কম্পিউটার বা অন্য যন্ত্র সেটি রিড না পারলে। এ জন্য কার্ড রিডারের মাধ্যমে মেমোরি কার্ডটি কম্পিউটারে সংযুক্ত করতে হবে। এসময় খেয়াল রাখতে হবে মেমোরি কার্ড যেখানে দেখাবে সেখানে হার্ডডিস্কের ড্রাইভের মতো চিহ্ন থাকলে বুঝতে হবে এটিতে ঢোকা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এ জন্য উইন্ডোজ ৭-এ স্টার্ট মেন্যুতে পসফ লিখে এর ওপর মাউসের ডান বোতামে ক্লিক করে জঁহ ধং ধফসরহরংঃৎধঃড়ৎ নির্বাচন করতে হবে। এরপর কমান্ড প্রম্পট চালু হলে পযশফংশ ভ: /ৎ লিখে এন্টার করুন। মনে রাখবেন এখানে ভ: হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ লেটার। মেমোরি কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজ সম্পন্ন করতে হবে। এ সময় পড়হাবৎঃ ষড়ংঃ পযধরহং ঃড় ভরষবং বার্তা দেখালে বাটন চাপুন। মেমোরি কার্ডের ফাইল ঠিক থাকলে তথ্য পুনরায় ব্যবহার করা যাবে। আর মেমোরি কার্ড যদি রহাধষরফ ভরষব ংুংঃবস বার্তা দেখায় তাহলে সেই আইকনে মাউসের ডান বোতাম চেপে ঋড়ৎসধঃ-এ ক্লিক করুন। এরপর ভরষব ংুংঃবস থেকে ঋধঃ বেছে নিয়ে ছঁরপশ ভড়ৎসধঃ-এ টিক চিহ্ন তুলে ঋড়ৎসধঃ-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের সব ফাইল মুছে যাবে। তবে মেমোরি কার্ড পুনরায় ব্যবহারযোগ্য হবে। 

স শিবলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন