শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বুড়িচংয়ে ইউএনও হালিমা খাতুনের যোগদান

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

কুমিল্লার বুড়িচংয়ে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে হালিমা খাতুন যোগদান করেছে। গতকাল রোববার তিনি অফিস কার্যক্রম সম্পন্ন করেন। জানা যায়, হালিমা খাতুন ২০১৩ সালের ১৫ জানুয়ারি ঢাকার আগারগায়ে পরিকল্পনা বিভাগে সহকারি প্রধান পদে প্রথম চাকুরী জীবন শুরু করেন।
পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ স্বাস্থ্য ও সেবা বিভাগে ও ফরিদপুর ডিসি অফিসে সিনিয়র সহকারি কমিশনার পদে চাকুরী করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। এক বিবৃতিতে হালিমা খাতুন বলেন, সরকারের ভিশন মিশন বাস্তবায়নের পাশাপাশি বুড়িচং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন