শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় গত দুবছরে আত্মহত্যায় ৪৪৭ জন আর করোনায় মৃত্যু ৯২ মহামারী কোনটা?

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১০:০২ পিএম

গত দুই বছরে মাগুরায় কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন। পক্ষান্তরে আত্মহত্যা করেছে ৪৭৭ জন। এমন পরিসংখ্যান তুলে ধরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার কুফল নিয়ে লিফলেট বিতরণ করছে মাগুরা জেলা প্রশাসন। পাশাপাশি মসজিদ মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসংযোগ করছেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।

নিজে সশরীরে উপস্থিত হওয়ার পাশাপাশি মসজিদের ইমাম কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমেও প্রচার করা হচ্ছে ‘আত্মহত্যা বিষয়ে ধর্মের বিধান’ শিরোনামের চার পৃষ্ঠার লিফলেটটি।

মাগুরা জেলা প্রশাসনের প্রকাশনায় প্রচারপত্রটির শুরুতে ‘আত্মহত্যা একটি জঘন্য অপরাধ, জগতের প্রতিষ্ঠিত কোনো ধর্মই আত্মহত্যাকে সমর্থন করে না এমন তথ্য উপস্থাপন করা হয়েছে।

উপজীব্য তথ্য ও বিষয়ের সমর্থনে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম ইসলামের আল কোরআন, আল-হাদিসের বিভিন্ন আয়াত-বাণি এবং আহলাল কিতাবের নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন অধ্যায় থেকে উদ্ধৃতি উপস্থাপন করেছেন। পাশাপাশি ২০২০ সালের মার্চ থেকে ২০২২ সনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত জেলায় করোনা মহামারিতে ৯২ জনের মৃত্যু এবং ৪৭৭ জনের আত্মহত্যার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে আত্মহত্যাকে করোনা ভাইরাসের চেয়ে অধিক ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, “আমরা সবাই নিজ নিজ ধর্মের বিধান মেনে চলি, জীবনকে ভালোবাসি এবং আত্মহত্যাকে ঘৃণা করি”-এই স্লোগান উচ্চারণ করে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন