আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত এখনও চলছে। তাই ৭ মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।
সোমবার সকালে ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা দেশের শত্রু। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন