শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু মা দগ্ধ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০০ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছে সাত মাসের শিশু সামিয়া। এসময় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় মা চম্পা বেগম (৩০)। তাকে স্থানীয়া উদ্ধার করে কলাপাড়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল চার দিকে ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানান, ওই গ্রামের রাজমিস্ত্রী রমজান বাবুর স্ত্রী চম্পা বেগম ঘরে শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে যায়। এ সময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশু সামিয়া আগুনে পুড়ে মারা যায়। মেয়েকে উদ্ধারে মা চম্পা বেগম এগিয়ে এলে তিনি আহত হন। কলাপাড়া হাসপাতলের চিকিৎসক ডাক্তার মো.মাহামুদুল রহমান মিতুল জানান, অগ্নিকান্ডে চম্পা বেগমের ডান হাত ও মুখমণ্ডলসহ শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন জানান, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। আগুন কি ভাবে লেগেছে এখন পর্যন্ত জানা জায়নি। খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ খবর পেয়েই তাক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, আগুনে পুড়ে শিশু মৃত্যুর খবর পেয়েছেন। দূর্ঘটনার শিকার পরিবারকে সবধরণের সহায়তা দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন