বান্দরবানে সড়ক দুর্ঘটনায় এক চালক নিহত হয়েছে। নিহত সিংওমং মারমা জামছড়ি ইউনিয়নের লাপ্পাই মুখ পাড়ার চিমংপ্রু মারমার ছেলে। বান্দরবানের কুহালংয়ের ভাঙ্গামুড়ার সোনাইঝিরি এলাকায় ৩০০ ফুট ওপরের পাহাড়ি রাস্তা থেকে একটি পণ্যবাহী পিকআপ সাঙ্গু নদীতে গিয়ে পড়ে।
এসময় গাড়িতে থাকা ৩ যাত্রী লাফ দিয়ে বেঁচে গেলে ও ঘটনাস্থলে চালক মারা যায়। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়ার সোনাইঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই পণ্যবাহী পিকআপটি সিমের বীজ নিয়ে ভাঙ্গামুড়া এলাকায় পৌঁছে। এ সময় পাহাড়ের ঢালু পথে বালুর মধ্যে চাকা আটকে পেছনের দিকে চলে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে প্রবহমান সাঙ্গু নদীতে পড়ে। এ সময় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে এবং চালক সিংনু মং মারমার নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন