শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে সয়াবিনে নাভি:শ্বাস, পেয়াজের দামেও গরম, প্রশাসনের হস্তক্ষেপ দাবী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১০:৩৩ এএম

সিলেটে গত প্রায় দুই সপ্তাহ ধরে সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে নাভি:শ্বাস জনজবীনে। এরই মাঝে পেঁয়াজের কেজিতে দাম বেড়েছে ৫ টাকা সিলেটে। লাগামহীন এ অবস্থা থেকে স্বস্তি পেতে প্রশাসনের কঠোর নজরদারি ও মনিটরিংয়ের জোর দাবি জনসাধারণের। পেঁয়াজ ভারত-মিয়ানমার থেকে আমদানি করা হয়, তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কোনো ধরনের প্রভাব নেই বলেও জানান স্থানীয় ব্যবসায়ীরা। সিলেটের খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে পিঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকায়। এ ছাড়া দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং মিয়ানমার থেকে আমদানিকৃত পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। পেঁয়াজের পাইকারি বিক্রেতারা বলছেন- সব পেঁয়াজেই ৪/৫ টাকা করে দাম বেড়েছে। এখনো দেশের অন্যান্য জেলার পেঁয়াজ পাইকারি বাজারে আসেনি। যার কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এদিকে, পাইকারি বাজারে দাম সামান্য বাড়লেও অতিরিক্ত মুনাফায় নেমেছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অজুহাতে পেঁয়াজের দাম বাড়ানোর পাঁয়তারা করছেন কালোবাজারিরা সিন্ডিকেট। ভুক্তভোগীরা বলছেন- রমজান সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। অস্থির হয়ে ওঠছে নিত্যপণ্যের বাজারদর। প্রশাসন আন্তরিক এবং কঠোরভাবে মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন