শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুঁলিয়ে দেয়ার অভিযোগে সেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে।

পটুয়াখালী জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ৪:০১ পিএম

পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করে তালা লাগিয়ে দিয়েছে সেচ্ছাসেবকলীগে নেতা কর্মীরা বলে অভিযোগ করেছেন বিএনপি। তবে । বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালী শহরের বনানী এলাকার জেলা বিএনপি কার্যালয়ে এই হামলা চালানো হয়। এ সময় অফিসের চেয়ার টেবিল সহ ব্যনার ফেস্টুন ভাংচুর করে অফিসে তালা ঝুঁলিয়ে দেয় হয়েছে বলে অভিযোগ বিএনপির। তবে হামলার সাথে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবী সেচ্ছাসেবকলীগের।

পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, ‘নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দামের উর্দ্ধগতির প্রতিবাদে বুধবার সকাল ১০ টায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে আমাদের কর্মসূচীতে বাধাঁ প্রদান সহ নেতাকর্মীদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এমন সংবাদের ভিত্তিতে সংঘাত এড়াতে আমরা সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালী কোর্ট এলাকায় আমাদের কর্মসূচী পালন করি। সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা বেলা সাড়ে ১১ টার দিকে বনানী এলাকায় জেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে শহরে মটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে ভিতিকর পরিস্থিতির সৃষ্টি করে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. রিফাত হাসান সজিব বলেন, ‘এটি একটি মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ, বিএনপির অভ্যান্তরীন কোন্দলের বিষয়টি আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। এর সাথে সেচ্ছাসেবকলীগের কোন সম্পৃক্ততা নেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন