শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় আটক ২

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ৫:৪৮ পিএম

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরে এক কিশোরীকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষনের অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলাল ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।এর আগে মঙ্গলবার (৮ মার্চ) পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের দুলালের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার ওই কিশোরীকে গৃহ পরিচালিকার কাজ দেওয়ার কথা বলে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির সঙ্গে রোববার রায়পুর পৌর শহরের বাসিন্দা ও স্থানীয় মুদি দোকানদার দুলালের বাসায় যায় ভুক্তভোগী কিশোরী। এ সময় জাহাঙ্গীর ওই কিশোরীকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে চলে যান। পরে মঙ্গলবার রাতে ওই কিশোরীকে দুলাল ও তার স্ত্রী ফাতেমা বেগমের সহায়তায় রাতভর ৭-৮ জন যুবক পালাক্রমে ধর্ষণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার সকালে পুলিশ দুলালের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং দুলাল ও তার স্ত্রীকে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই জানান, পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন