মির্জাপুরে পাহাড়ি টিলা কেটে লাল মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপজেলার আজগানা গ্রামে এই অভিযান পরিচালনা করেন। এ সময় ভেকু মেশিন দিয়ে পাহাড়ি টিলা থেকে লাল মাটি কেটে ডাম্পার ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রির অপরাধে মেসার্স সিকদার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জাকির শিকদার, শামীম শিকদার এবং হাসমত শিকদারের থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন