শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লরি নিয়ে রাজপথে বিক্ষোভ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০০ এএম

জ্বালানি তেলের তীব্র সংকট সিলেটজুড়ে। সেই সাথে গ্যাসেরও। সমাধানে নিয়মতান্ত্রিক ভাবে দাবি তুলে ধরেছিল সংশ্লিষ্ট সংগঠন। তাতে কিছুই হয়নি। এতে বেড়ে যায় অস্থিরতা, সেই সাথে চাপা ক্ষোভও। শেষ পর্যন্ত চলমান সংকট সমাধানে রাজপথে নামতে হয়েছে তাদের। গতকাল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে ৩’শ ট্যাংক-লরি সিলেট নগরীতে সকালে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ কর্মসূচি পালনকালে এসব সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ৬ দফা দাবির মধ্যে আছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোনো সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। করা হলে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে। তারা বলেন, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রোল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত পরিমানে সরবরাহ করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংক-লরির ডেস্কপাস চালু করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগীয় সিএনজি, পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর আহ্বায়ক সিরাজুল ইসরাম আহমদ আলমগীসহ প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেটে রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার বন্ধ থাকা এবং চট্টগ্রাম থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না আসায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যে সিলেটের অনেক রিফুয়েলিং স্টেশন জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। অথচ জেলায় ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন মিলিয়ে প্রতিদিনের চাহিদা ১০ লাখ লিটার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন