এক কুখ্যাত ছিনতাইকারীকে হাতে নাতে ধরিয়ে দিয়ে প্রশংসিত হলেন সিলেটে সাহসী এক যুবক। এ সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে আনুষ্টানিকভাবে প্রশংসিত করেছে এসএমপি কর্তৃপক্ষ। এর মধ্যে দিয়ে দুষ্টের দমন ও শিষ্টের লালনে আরও এক ইতিবাচক পদক্ষেপ দেখালো সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি কর্তৃপক্ষ)। প্রশংসিত যুবক মাহফুজ হাসান তান্না নগরীর কুমারপাড়া ঝর্ণারপার এলাকার বিশিষ্টজন এম সিরাজুল ইসলামের পূত্র।
গত ১৭ ফেব্রুয়ারী বেলা ৩টা নগরীর সাগরদিঘীরপার এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী শামীম আহমদ কবিরকে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোনসহ আটক করে কর্তব্যরত টইল পুলিশে সোপর্দ করেছিলেন তান্না। তার এ সাহসিকতায়পূর্ণ কাজ চোখ এড়িয়ে যায়নি এসমএমপি কর্তৃপক্ষের। ফলশ্রুতিতে আজ (বৃহস্পতিবার) এ কাজের স্বীকৃতি স্বরূপ সাহসি যুবক তান্নার হাতে বিশেষ প্রশংসা পত্র তুলে দিয়ে সম্মানীত করেছেন এসএমপি কমিশনার মো: নিশারুল আরিফ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন