শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারতীয় শাড়ি লেহেঙ্গা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২৪ এএম

সীমান্ত হয়ে চট্টগ্রাম নেয়ার পথে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার চালান জব্দ করেছে র‌্যাব। এ সময় গ্রেফতার করা হয়েছে দুই চোরাকারবারিকে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি বিশেষ টিম। কুমিল্লায় ভারতীয় সীমান্ত পথ দিয়ে আসা চালানটি একটি মাইক্রো ও পিকআপযোগে ফেনী হয়ে চট্টগ্রাম আসছিল। ওই দুটি গাড়ি থেকে বস্তাভর্তি এক হাজার ১০৫টি ভারতীয় শাড়ি ও ৪৩টি লেহেঙ্গা উদ্ধার করা হয়। গাড়ি দুটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতার দুই চোরকারবারি হলেন- ফেনীর ছাগলনাইয়ার পূর্ব মধূগ্রামের জসিম উদ্দিনের পুত্র মো. এরফান উদ্দিন ও পশ্চিম ছাগলনাইয়ার আবদুল কাদেরের পুত্র মো. ফজলুল কাদের।
র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী ভারত থেকে অবৈধ উপায়ে বিভিন্ন কাপড় সংগ্রহপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন