নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লার কান্দিরপাড় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে যুব দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, ঢাকা বিভাগীয় টিম প্রধান জাকির হোসেন নান্নু।
সমাবেশে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই নয় প্রতিটি ক্ষেত্রেই সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নেতা আরও বলেন, আর কোনো উপায় নেই। এই সরকারকে সরাতে হবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ চরম আর্থিক কষ্টে পড়েছে। সঙ্গতকারনে ঊর্ধ্বগতির এ বাজারে সাধারণ মানুষের টিকে থাকতে নাভিশ্বাস চরমে উঠে গেছে।সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই।
সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা আনোয়ারুল হক, সৈয়দ জাহাঙ্গীর আলম, মুজাহিদ চৌধুরী, নজরুল হক স্বপন, কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল নেতা মঞ্জুরুল আলম রুবেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন