গতকাল সকালে ইউনাইটেড ইসলামী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের চেয়ারম্যান মাওলানা মো: ইসমাইল হোসাইন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু মন্দিরে হামলার ঘটনা স্বাধীনতা বিরোধী অপশক্তির কাজ। তারা সন্ত্রাস ও ভাঙচুর করে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন করতে চেয়েছে। ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় জামায়াত ও বিএনপির লোকেরাই মন্দির ভাঙচুর করছে। ২০০১ সালে যারা মন্দিরে হামলা চালিয়েছিল, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল তারাই ব্রাহ্মণবাড়িয়া মন্দির ভাঙচুর করেছে। যারা এই ধরনের সাম্প্রদায়িক হামলা চালিয়েছে তারা কখনো প্রকৃত দেশপ্রেমিক ও রাজনীতিবিদ হতে পারে না। সরকার যখন আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার ঘোষণা দিল, ঠিক তখনই কিছু চিহ্নিত কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এবং নির্বাচন বানচাল করে সন্ত্রাস, জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন