স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ২৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ সময় হাসান মজুমদার ও সোহেল রানা নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি আরো জানায়, রোববার রাতে ফকিরাপুল মাছ বাজার এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ব্যাগে থাকা জাল নোটগুলো উদ্ধার করা হয়।মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘গ্রেফতারকৃত দুজন জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের রিমান্ডে নিয়ে চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন