রাজশাহীর সরকারি স্কুলের কয়েকজন শিক্ষককে বদলির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। গতকাল শনিবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা বদলিকৃত ৫ শিক্ষককে তাদের কর্মস্থলেই রাখার দাবি জানান। যদিও অধিকাংশ শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে গোয়েন্দা প্রতিবেদনেও তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠে এসেছে। অনেকেই ক্লাস না করে বাড়িতে প্রাইভেট বাণিজ্যে লিপ্ত থাকেন বলেও অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহীর সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষককে বিভিন্ন জেলায় বদলির আদেশ বাতিলের দাবিতে সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় সাবেক এবং বর্তমান ছাত্র ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষকদের বদলির বিষয়টি দক্ষতা ও মানবিক দিক বিবেচনা করে বদলির আদেশ বাতিল করে শিক্ষকদের স্ব স্ব স্ব‹ুলে বহাল রাখার দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন