শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষ

আহত ১০

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে নারী ও শিশু সহ আহত হয়েছে ১০ জন। গত শনিবার রাত ১২টায় ওই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে গত শনিবার রাতে নাসির মেম্বারের ৩০-৪০জন লোক প্রথমে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সামনে আবারো কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশু সহ ১০জন আহত হয়। গুরুত্বর অবস্থায় আহত দুইজনকে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে আসামির স্বজনরা বাদীপক্ষ ও পুলিশের উপর হামলার করে। এতে কয়েকজন আহত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন