শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেসবুকে অস্ত্রের মহড়া ভাইরাল : বিএনপি কর্মী রাজ্জাককে খুঁজছে পুলিশ

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ৫:১২ পিএম

প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর কুমিল্লা কোতোয়ালি পুলিশ সজিব নামে এক অস্ত্রধারিকে রবিবার দিবাগত রাত ১২টার দিকে আটক করেছে। আরেক অস্ত্রধারি নগরীর গর্জনখোলা এলাকার রাজ্জাককে খুঁজছে পুলিশ। রাজ্জাক বিএনপি কর্মী ও মেয়র মনিরুল হক সাক্কু গ্রুপের অনুসারী।

কুমিল্লা নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার দুপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা রবিবার সন্ধ্যার পর ফেসবুকে ভাইরাল হয়ে পরে। এরপর পুলিশ ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের সূত্র ধরে এক বিএনপি কর্মীকে আটক করে।

ওইদিন নগরীর চকবাজার গর্জনখোলা বিদ্যুৎ অফিস গলিতে বিএনপি কর্মী রাজ্জাকের নেতৃত্বে অস্ত্রের মহড়া চালিয়ে স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী রবিন আহমেদ ও জালাল উদ্দিনের লোকজনের উপর হামলা করা হয়। এ ঘটনার পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই অবস্থা। এসময় রাজ্জাকের নেতৃত্বে তার গ্রুপের ২০/২৫ জন যুবক রবিন গ্রুপের ওপর হামলা চালায়।হামলার নেতৃত্বের ভূমিকায় থাকা রাজ্জাক ও তার অনুসারী সজিবের হাতে ছিল বিদেশী পিস্তল। এছাড়া বাকিদের হাতে ছিল দেশীয় রামদাসহ বিভিন্ন অস্ত্র।

রবিবার রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রের মহড়া দেওয়া নগরীর মুরাদপুর মৌলভীপাড়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে শহিদুর রহমান সজিবকে আটক হয় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.কায়সার হামিদ নিশ্চিত করেন।

পুলিশ পরিদর্শক কায়সার হামিদ আরো বলেন,অস্ত্র নিয়ে মহড়ার একটি ভিডিও হাতে পাওয়ার পর সজিব নামে একজনকে আটক করেছি।প্রাথমিকভাবে ভিডিও ফুটেজ দেখে জানতে পেরেছি ঘটনার সময় রাজ্জাক ও সজিবের হাতে পিস্তল ছিল। অস্ত্রধারি রাজ্জাক সহ এ ঘটনায় জড়িত বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন