শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

তরুণদের কারিগরি ক্ষেত্রে দক্ষ হওয়ার বিকল্প নেই স্পিকার

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের উন্নয়নে তরুণ সমাজকে কারিগরি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বৈশ্বিক কর্মবৈচিত্র্যের নিরিখে বাংলাদেশকে এগিয়ে নিতে কর্মক্ষম মানুষ ও তরুণ সমাজকে সৃজনশীল ও কারিগরি ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। সফলতার জন্য প্রয়োজন সুযোগ সৃষ্টি এবং সেটাকে কাজে লাগানো। সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এখন সেগুলো কাজে লাগাতে হবে। তিনি বলেন, সরকার যে সব প্রকল্প হাতে নিচ্ছে প্রকৌশলীরা নিরলস পরিশ্রম করে যেসব প্রকল্প বাস্তবায়ন করছে। যা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গণপ্রকৌশল দিবস ১৬ শিরোনামের এ সভার এবারের প্রতিপাদ্য বিষয় বিশ্ব ভবিষ্যত কর্মজগতের জন্য দক্ষতা গড়ে তুলুন। স্পিকার বলেন, বর্তমান সরকার শুধু অর্থনৈতিক উন্নয়নই নয় অর্থনৈতিক বৈষম্য নিরসনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত করা হয়েছে এবং বর্তমানে বাজেটে এ বাবদ ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্পিকার বলেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন