রাউজান উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওলিকুল সম্রাট হযরত শাহ মওলানা ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান হুজুর কেবলা ও তাঁর পিতা হযরত শাহ রাহাত আলী (রহঃ)এর বার্ষিক ওরছ শরীফ আজ (৯ নভেম্বর) দিন ব্যাপী নানা কর্মসূিচর মধ্য দিয়ে দরবার এ- বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ মাহফিলে সভাপতিত্ব ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন দরবার এ- বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীল পীরে তরীকত শাহসুফী মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ (মা.জি.আ.) এ ওরছ শরীফে সর্বস্তরের জনতাকে শরীক ও শামিল হয়ে ইহ-জগতের কল্যাণ ও পরকালীন মুক্তি কামনার আহবান জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন