জেলার অধিকাংশ মানুষ করোনা’র টিকার আওতায় চলে আসার কারণে দিনে দিনে কমছে এর সংক্রামন। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২শ’ ৩৯ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুর করে ১ জনের শরীরে আক্রান্ত ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ৩শ’ ৩৪জন আক্রান্ত হয়েছে
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বুধবার (১৬ মার্চ) সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩৩ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশি।
এখন পর্যন্ত মোট ২ লাখ ৪০ হাজার ৭৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় ০ জন, রূপগঞ্জ উপজেলায় ০ জন ও সদর উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৯শ’ ৪০ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন