শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিক নিহত

প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর নাখালপাড়ায় গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম খাদিজা আক্তার ডলি (১৮)। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
জিআরপি থানার এসআই রাশেদুল ইসলাম জানান, গতকাল সকাল ৮টার দিকে নাখালপাড়া পুলপাড় এলাকার রেল লাইন হচ্ছিলেন ডলি। এ সময় বিপরীতমুখি দু’টি ট্রেনের মাঝে চাপা পড়েন তিনি। এক পর্যায়ে একটি ট্রেনের নিচে কাটা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ডলি কারওয়ানবাজার এলাকার একটি গার্মেন্টে চাকুরি করতেন। তার বাসা তেজগাঁও থানার পূর্ব নাখালপাড়ায়। গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাইয়ে। বাবার নাম আবদুল আউয়াল। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন