ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাস টিকার গ্রহন করতে যাওয়ার সময় মাদ্রাসা ছাত্রীকে জোর পূর্বক জড়িয়ে ধরে ইভটিজিং করার অপরাধে ইউসুফ মিয়া(২৪) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পৌরসভা এলাকার মহিলা কলেজ মোড়ে। ইউসুফ মিয়া (২৪) পৌরসভার কাজিয়াকান্দা (মাদ্রাসা সংলগ্ন) গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের এক ছাত্রী (১৪) পৌরসভাধীন আল হোমাইরা কওমী মাদ্রাসায় লেখাপড়া করে। ঐ ছাত্রী বুধবার (১৬ মার্চ) দুপুরে করোনা ভাইরাস টিকার ২য় ডোজ গ্রহন করার জন্য ফুলপুর পৌরসভা কার্যালয়ের উদ্দেশ্যে মাদ্রাসা হইতে রওনা দেয়। এসময় দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে পৌঁছা মাত্রই কাজিয়াকান্দা (মাদ্রাসা সংলগ্ন) গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র বখাটে ইউসুফ মিয়া (২৪) উক্ত ছাত্রীকে পিছন থেকে জোর পূর্বক জড়াইয়া ধরিয়া ইভটিজিং করিতে থাকে। তখন ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে ইউসুফ মিয়াকে আটক করে। এক পর্যায়ে সে অজ্ঞান হইয়া পরে।
স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে দ্রুত টহল পুলিশের এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও আসামীর স্বীকারোক্তি মোতাবেক ১৮৬০ সালের দন্ড বিধি ৫০৯ ধারায় ইউসুফ মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন