শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নৌকা ভর্তি সবজি

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ৮:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) কালেক্টরেট চত্তরে এ মেলার উদ্বোধন করা হয়।

এ মেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংগ্রহ করা বিভিন্ন রকমের সবজি দিয়ে একটি নৌকা সাজানো হয়। সবজি দিয়ে নৌকা দেখতে দর্শনার্থীরা ভীড় জমিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা দৈনিক ইনকিলাবকে বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। এ সরকারের আমলে দেশে কৃষিখাতে অনেক উন্নয়ন হয়েছে। কৃষকদের বীজ আর আর্থিকভাবে সহায়তা করেছে সরকার। ফলে দেশে সবজি উৎপাদন বেড়েছে। তাই নৌকায় ১২ রকমের সবজি দিয়ে সাজানো হয়েছে।

এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে একটি সেল্ফ সাজানো হয়েছে। এ সেল্ফে (তাক) বাংলাদেশ কৃষি ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হয়েছে। বিশ্বে পাট রপ্তানিতে প্রথম বাংলাদেশ ও উৎপাদনে দ্বিতীয়। পেঁয়াজ ও সবজি উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, পেয়ারা ও আলু উৎপাদনে অষ্টম বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Yousman Ali ১৮ মার্চ, ২০২২, ১০:২৭ এএম says : 0
Good
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন