চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী।
১৮ মার্চ, শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তরগাঁও মোড়ে জামায়াতে ইসলামীর উদ্যােগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি অধ্যাপক তোফাজ্জল হোসেন প্রমূখ। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, পেয়াজ, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দিন দিনই জিনিসপত্রের দাম বাড়ছে। এতে জনগণের মধ্যে নাভিশ্বাস উঠেছে। জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে জনগণের মধ্যে ক্ষোভও পাল্লা দিয়ে বাড়ছে। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নেতৃবৃন্দ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোড়ালো দাবী জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন