রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীতাকুণ্ডের দুর্গম পাহাড় থেকে ১৭ পর্যটক উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ৯:৩১ পিএম

সীতাকুণ্ডের একটি দুর্গম গহীন পাহাড় থেকে ১৭ পর্যটককে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার করেছেন।(১৭ মার্চ) বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে সীতাকু-ে আসা পর্যটকরা একসাথে বিকেলে পন্থিছিলা এলাকায় অবস্থিত ঝরনা দেখতে যায়।এক পর্যায়ে তারা সবাই সিদ্ধান নেয় পাহাড়েই রাত ঝাপন করবে।এরই মধ্যে ৪জন ঐ পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলে। তখন তাদের সাথিদের খুঁজতে বের হয়।কিন্তু পথ হারিয়ে ফেলা ৪ জনকে আর খুঁজে পাচ্ছিল না তারা। এ সময় ৯৯৯ নাম্বারে ফোন করলে খবর পেয়ে সীতাকু- থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।এদিকে সীতাকু- মডেল থানার ওসি (তদন্ত )সুমন বণিক বলেন, সীতাকু- পন্থিছিলা এলাকায় ঝরনা দেখবে বলে পর্যটকরা দুই ঘন্টা পায়ে হেটে দূর্গম পাহাড়ে চলে যায়।কিন্তু ওখানে দিনে কেউ ঘুরতে গেলেও কেউ আলো থাকতেই ফিরে আসতে হয়। তারা এক পর্যায়ে পথ হারিয়ে ৯৯৯ নাম্বারে কল দেয়। আর ওই নাম্বার থেকে আমাদেরকে জানানো হলে পুলিশ তিনটি দল মিলে তিনটি পাহাড়ে অভিযান চালানো হয়।পরে পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়ে অনেক চেষ্টায় রাত ৩টার দিকে এ পর্যটদের অবশেষে উদ্ধার করতে সক্ষম হই আমরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন