মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীর বংশালে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১০:০৯ পিএম

রাজধানীর পুরান ঢাকার বংশালের নিমতলীর আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লাগে। বিকেল ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ছয় ইউনিট। প্রথম ইউনিটটি পৌঁছায় ৫টা ৮ মিনিটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস

সন্ধ্যার পর রাজধানীর নিমতলীতে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৪টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, রাজধানীর পুরানো ঢাকার বংশালের নিমতলীর আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লেগেছে। বর্তমানে তা নিয়ন্ত্রণে এসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন