শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নোয়াখালীতে চলছে করোনার বিশেষ টিকা ক্যাম্পেইন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ৫:২৪ পিএম

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে চলছে করোনার টিকার বিশেষ ক্যাম্পেইন। এ পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনে টিকা দেওয়া হয়েছে প্রায় ২৫শত আগ্রহীকে। জেলার মোট ৯টি উপজেলার ১১টি কেন্দ্রে চলছে এ কার্যক্রম।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকেল ৩টা পর্যন্ত। কোন প্রকার রেজিস্ট্রেশন জামেলা ছাড়াই প্রতিটি কেন্দ্রে আইডি ও জন্মনিবন্ধন কার্ড দিয়ে টিকা নিতে পারছেন আগ্রহীরা। তবে আগের তুলনায় কেন্দ্রগুলো তেমন ভিড় দেখা যায়নি।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলার স্থায়ী টিকা কেন্দ্রগুলোর পাশাপাশি শিল্পাকলা একডেমিতে অনুষ্ঠিত ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলায়’ একটি অস্থায়ী টিকা কেন্দ্রে চলছে টিকাদান। এ বিশেষ ক্যাম্পেইনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। ১৮ বছরের উপরে যারা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন চার মাস হয়েছে তাদের মোবাইলে মেসেজ না আসলেও তারা এসব কেন্দ্রে বুস্টারডোজ টিকা নিতে পারবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন