শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘণ্টা (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮ গ্রাম হেরোইন ১৭০ পুরিয়া, ১ কেজি ৫৫০ গ্রাম ৫২ পুরিয়া গাঁজা, ৩১ বোতল ফেন্সিডিল ও ২০২ পিস ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, রাজধানীতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানের অংশ হিসেবেই গত ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ৫৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত তিন মাসে সহস্রাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বলে পুলিশ জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন