রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাছধরা ট্রলারের নিবন্ধন করার লক্ষ্যে যৌথ ক্যাম্প সভা অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৫:৫৯ পিএম

বরগুনা জেলার অন্তর্গত উপকূলীয় অঞ্চলের অনিবন্ধিত ফিশিং বোটের রেজিস্ট্রেশন ও নিবন্ধনত বোটের সার্টিফিকেট -অব-ইনস্সপেকশন (সিওআই)প্রদানের লক্ষ্যে

যৌথ ক্যাম্প সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২০মার্চ বেলা ১১টার দিকে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেননৌ-বানিজ্য দপ্তরের মেরিন চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো.জমির হোসেন চীফ পেট্রি অফিসার কোষ্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা,লে.লুৎফর রহমান ব্যবস্থাপক বিএফডিসি পাথরঘাটা,অমল তালুকদার সাধারণ সম্পাদক পাথরঘাটা প্রেসক্লাব, মাহমুদ হোসেন ইনচার্জ কাকচিড়া নৌ-পুলিশ ফাড়ি,মো.জাহাঙ্গীর জমাদ্দার সভাপতি পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়ৎদার সমিতি,মো.মান্নান মাঝি পাথরঘাটা ট্রলার শ্রমিক ইউনিয়ন,মো.আলম মোল্লা সহ-সভাপতি ট্রলার মালিক সমিতি,মো.ফারুক আকন সভাপতি পাথরঘাটা বিএফডিসি মৎস্যবাজার ঘাটশ্রমিক ইউনিয়ন, মো.মহিউদ্দিন এসমে সভাপতি পাথরঘাটা ইজ্ঞিনিয়ারি ওয়ার্কশপ মালিক সমিতি,মো.সুলতান মিয়া অব:সৈনিক ও ট্রলার মালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ট্রলার নিবন্ধসমূহের নানা সংকট সমস্যা সহ ৬৫দিন ও ২২দিনের অবরোধে ভারতীয় সরকারের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে দেয়ার দাবি করা হয়। এছাড়াও ভারতীয় ট্রলিঙ ট্রলারের আগ্রাসন ঠেকাতে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।
এসময় প্রধান অতিথি সকল সমস্যা ধৈর্য ধরে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন