শীত তো চলেই গেল! এরই মধ্যে আবহাওয়ার পারদ বাড়তে শুরু করেছে। প্রচণ্ড গরমে অতীষ্ট হয়ে পড়ছেন অনেকেই। ফ্যান বা এসি ছাড়া এখন ঘরে টেকা দায়!
আর বাইরে বের হলে হাঁসফাঁস করছে জনজীবন। শীতে সবার ঘরেই ফ্যান ও এসি বন্ধ করেই রাখা হলেও এরই মধ্যে ফ্যান ও এসি চালু করছেন সবাই।
তবে দীর্ঘদিন এসি বা ফ্যান বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। না হলে ঘটতে পারে দুর্ঘটনাও! যেহেতু শীতের পুরোটা সময় ধরেই এসি বন্ধ থাকে।
তাই গরমের শুরুতেই ফ্যান চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া জরুরি। কীভাবে নেবেন তা জেনে নিন-
* দীর্ঘদিন বন্ধ রাখার পর ফ্যান চালু করার আগে করণীয়-
>> ফ্যান চালু করার আগে ভালো করে তা পরিষ্কার করে নিতে হবে। ডিটারজেন্টযুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিলে সব ময়দা দূর হয়ে ফ্যান পরিষ্কার হয়ে যাবে।
>> পারলে একজন মেরামতকারীকে ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন।
>> টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন