আজ ২২ মার্চ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও গরীব, দূঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবীতে এবি পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে।
ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী অ্যাডভেকেট তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ও যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দেশে আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা দাবি তুলেছিলাম দরিদ্র মানুষদের জন্য গণরেশন চালু করার জন্য। দেশে দারিদ্রের হার ৩৫ শতাংশ অথচ সরকার রেশন কার্ড দিয়েছে মাত্র ২ শতাংশ মানুষকে। রাষ্ট্র আজ নাগরিকদের সাথে প্রহসনে মেতে উঠেছে। তিনি আরো বলেন, এভাবে একটা দেশ চলতে পারেনা। এবি পার্টি আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেতৃত্ব দেবে- ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মজিবুর রহমান মন্জু বলেন, একদিকে তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে, অন্যদিকে সরকারী দলের নেতা মন্ত্রীরা তামাশা ও উপহাস করছে। তারা বলছে দেশে নাকি ভিক্ষুক দেখা যায়না। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে। তিনি বলেন, গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও জুলুম। তিনি জুলুমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণকে সাথে নিয়ে এবি পার্টি কালোবাজারি সিন্ডিকেটের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব চত্ত্বর থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন- এবি পার্টির
কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুবনেতা ইলিয়াস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী নাসির, সেলিম খান, আব্দুল হালিম নান্নু, শাহজাহান ব্যাপারী, আনোয়ার হোসাইন, শীলা আক্তার, ইঞ্জিনিয়ার কামাল হোসাইন সহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন