শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মহিপুরে সওজের জায়গার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৬:২৯ পিএম

মহিপুর থানা সদর ও আলীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার দুপুরের দিকে শেখ রাসেল সেতুর নিচে এবং দুপাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় কোন প্রকার নোটিশ ছাড়াই মহিপুর প্রেসক্লাবের টিনের ঘরটি গুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাব সদস্যরা। এছাড়া এসময় ফুটপাতে বসা দুই তরমুজ ব্যবসায়ীর ৫ শতাধিক তরমুজ বুল্ডোজার দিয়ে মাটির সাথে ফিসে দেয়ার অভিযোগ উঠেছে।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন