শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সন্ত্রাসীদের তান্ডবে পদ্মা সেতুর পাথর সরবরাহ করতে পারছেন না ঠিকাদার

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রেল স্টেশনে ভারত থেকে আনা পদ্মা সেতুর পাথর সরবরাহকারী প্রতিষ্ঠান দানা ট্রেডিং ও ওভারসিজ কমার্স নামে প্রতিষ্ঠান দু’টি সন্ত্রাসীদের কর্মকাÐে সময়মতো পদ্মা সেতু নির্মাণে পাথর সরবরাহ করতে পারছে না। অভিযোগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু নির্মাণের জন্য পাথর ভারত থেকে এলসির মাধ্যমে দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান মধুখালী রেল স্টেশনে এনে আনলোড করে। পরে মধুখালী থেকে সেই পাথর ট্রাকে করে পদ্মা সেতুর প্রকল্প স্থানে পৌঁছে দেয় তারা। মধুখালীর আলমগীর বাহিনী এ পাথর সরবরাহ ও আনলোড করতে বাধা প্রদান করছে বলে জানা গেছে। সাম্প্রতিক ওই সরবরাহকারী প্রতিষ্ঠানের এক ম্যানেজারকে মারধর করে সাড়ে আট লাখ টাকা চাঁদা দাবি করে আলমগীর বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারপিট করা হয়। পরবর্তীতে জোরপূর্বক চাঁদা আদায়ের লক্ষ্যে স্ট্যাম্পে ম্যানেজারের স্বাক্ষর করিয়ে নেয় আলমগীর বাহিনী। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান দু’টি ফরিদপুরের র‌্যাব-৮ কে লিখিতভাবে জানিয়েছে বলে জানান তারা। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে রঘুনাথ পাল জানান, আলমগীরের অত্যাচারে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সুষ্ঠুভাবে মধুখালী থেকে পাথর ট্রাকযোগে পদ্মা সেতুর প্রকল্প এলাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত ২৪ ঘণ্টা আলমগীরের ভয়ে আতঙ্কিত থাকতে হয়। কখন এসে হামলা করে। এ বিষয়ে আলমগীর জানান, পাথর সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্যারিংয়ের কাজটি আমাকে দেয়া হয়েছে। আমি ট্রাকের মাধ্যমে পদ্মা সেতুর প্রকল্পে পৌঁছে দেই এবং ভারত থেকে আনা পাথর লেবারের মাধ্যমে আনলোড করার কাজটিও তারা আমাকে দিয়েছেন। আমি এখন ক্যারিং খরচের প্রায় এক কোটি টাকা তাদের কাছে পাবো। এই টাকা চাওয়ার কারণেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন