মঙ্গলবার ১৫ অক্টােবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাণীনগরে আমন ধান কাটা উদ্বোধন

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর রাণীনগরে বুধবার চলতি আমন মৌসুমে আমন ধানের নমুনা শস্য কাটা উদ্বোধন করা হয়েছে। এদিন সকালে ২নং কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত ব্রি ধান-৫৬ জাতের আমন ধানের প্রর্দশনীর নমুনা শস্য কাটার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষক বাছের আলী, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো: সালেহ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো: মাসুদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) ড. মো: আব্দুল আজিজ, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম গোলাম সারওয়ার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আতিকুর রহমান, কাশিমপুর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কৃষক আলমগীর হোসেন (আলম), রবিউল ইসলাম রবি প্রমুখ। কৃষি অফিস সূত্রে জানা, চলতি আমন মৌসুমে উপজেলার ১৬ হাজার ৪শত ৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এরমধ্য উন্নত জাতের ব্রি-৫৬ জাতের আমন ধান চাষ করা হয়েছে ১৬ হেক্টর জমিতে। কৃষক বাছের আলী জানান, এবার আমি কৃষি অফিসের পরামর্শক্রমে ৩ বিঘা জমিতে উন্নত জাতের ব্রি ধান-৫৬ আমন ধানের চাষ করেছি। এই মৌসুমে আমন ধানে পোকামাকড় ও রোগবালার তেমন আক্রমণ না হওয়ায় সর্বেŸাচ ফলনের আশা করছি। আমি প্রতি বিঘা জমি থেকে ব্রি ধান-৫৬ জাতের আমন ধানের ফলন প্রায় ২২মণ হারে পাবো বলে আশা করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন