শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাটগ্রাম যুবদলের বর্ধিত সভায় যুবলীগ কর্মীদের হামলা, ৬টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুর, আহত ৮

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৮:৫৮ পিএম

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে যুবদলের বর্ধিত সভায় অংশ নিতে যাওয়ার সময় যুবদলের গাড়ি বহরে হামলা চালিয়েছে যুবলীগ কর্মীরা। এসময় যুবলীগ কর্মীরা যুবদলের ৩টি মোটরসাইলে অগ্নিসংযোগ ও ৩টি মোটরসাইল ভাংচুর করে। যুবলীগ কর্মীদের হামলায় যুবদলের ৮ নেতাকর্মী আহত হয়। আহতদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাটগ্রাম উপজেলা যুবদল। বুধবার (২৩ মার্চ) সন্ধা সাড়ে ৬টায় পাটগ্রাম উপজেলার বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ার হাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন,যুবদলের শাহরিয়ার সিজু(৩৫),ছাত্র দলের ফাইজুল ইসলাম হৃদয়(২৫) ও পাটগ্রাম উপজেলার যুবনেতা তোবারক হোসেন জুয়েল (৪০)সহ ৮জন ।

সম্মেলনে লিখিত বক্তব্যে পাটগ্রাম উপজেলা যুবদলে আহবায়ক রাবিউল ইসলাম বলেন, বুধবার দুপুরের পর শ্রীরামপুর ইউনিয়নের মিঠাই বাড়ি এলাকায় যুবদলের আহবানে বর্ধিত সভা আয়োজন করা হয়। ওই বর্ধিত সভায় পাটগ্রাম উপজেলা যুবদলের নেতৃবৃন্দ যোগদানের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ওই ইউনিয়নের আউলিয়ার হাট বাজারে পৌঁছালে ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি সোহেলের নেতৃত্বে ১০/১৫ জন নেতাকর্মী যুবদলের নেতা কর্মীর গাড়িবহরে হামলা চালায়। এতে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় যুবলীগ কর্মীরা যুবদল নেতাকর্মীদের বেধরক মারপিট করেন। এতে ৮জন আহত হয়। এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পাটগ্রাম থানা প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

পাটগ্রাম উপজেলা থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে গিয়ে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান,উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুল করিম প্রধান, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, বিএনপি নেতা অলিউর রহমান সোহেলসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এ ঘটনায় পাটগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোন মুহুর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। যুবদল নেতৃবৃন্দ বলছেন, সুষ্ঠু বিচার না পেলে ছাড় দেওয়া হবে না ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন