শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

পার্বতীপুর আ’লীগের সংবাদ সম্মেলন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

পার্বতীপুর-ফুলবাড়ীর সংসদীয় এলাকার সংসদ সদস্য সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে নিয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারসহ ব্যক্তিগত রাজনৈতিক সুনাম নষ্ট এবং তাকে হেয় করে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিক সম্মেলন করেছেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। সংবাদ সম্মেলনে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র বিরুদ্ধে দিনাজপুরে দূরভিসন্ধিমূলক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভ্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার করে চরম বিভ্রন্তি সৃষ্টি করেছে। মহলটি প্রতি নির্বাচনের পূর্বেই এরূপ বিভ্রন্তি ছড়ানোর প্রয়াস পায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, গোলাম রসুল মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ ও মিডিয়ার গণমাধ্যম কর্মী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্নন্তরের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন