শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বরগুনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুহুল আমিন খান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক রুহুল আমিন খান উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্ঞ্জুয় গ্রামের মোসলেম আলী খানের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে কৃষক রুহুল আমিন পানের বরজে কাজ করতে যায়। পানের বরজে পানি দেয়ার জন্য নেয়া বৈদ্যুতিক মটারের তারের উপর অসতর্কতা বশতঃ পানি পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় পথচারীরা রুহুল আমিনকে পানের বরজের মধ্যে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতাল গিয়ে কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, পরিবারের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন