শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ম্যাজিক দেখাচ্ছেন

পটিয়া উৎসবে পরিকল্পনা মন্ত্রী

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

পরিকল্পনামন্ত্রী এম,এ মন্নান বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ম্যাজিক দেখাচ্ছেন। পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ঢাকা-কক্সবাজার রেল প্রকল্প, মহেশখালী মাতারবাড়ীতে এশিয়ান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করে শেখ হাসিনা প্রমাণ করেছেন তার জন্য সবকিছু সম্ভব। গত ১৩ বছরে তিনি এদেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছে অতীতের আর কোনো সরকার প্রধান রাখতে পারেননি। বর্তমানে দেশে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে জনগণ। শেখ হাসিনা সৃষ্টিশীল পরিকল্পনা গ্রহণ করে এবং তা পরবর্তীতে বাস্তবায়নও করছেন। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলেছেন তিনি। গতকাল বুধবার পটিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী পটিয়া উৎসবের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উৎসব কমিটির চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, পটিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল করিম চৌধুরী শারুন, উৎসব কমিটির কো-চেয়ারম্যান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদুল আলম, পটিয়া পৌর মেয়র, আইয়ুব বাবুল। এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম. সামসুজ্জামান, সাধারণ সম্পাদক সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, আ.লীগ নেতা বিজন চক্রবর্ত্তী, উৎসব কমিটির কো-চেয়ারম্যান কবি রাশেদ রউফ, প্রমুখ। অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, এস. আলম মাসুদসহ পটিয়ার রত্ন ১১ গুণীজনকে সম্মাননা স্বর্ণপদক দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন