শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তুরাগ নদী ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তুরাগ নদীর মাটি ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিআইডাব্লিউটিএ-এর চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর জেলার পুলিশ সুপার, তুরাগ ও টঙ্গি থানার ওসিকে এ নির্দেশ বাস্তায়ন করতে বলেছেন আদালত। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মোনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। 

তুরাগ রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করছেন আদালত। একইসঙ্গে অপর রুলে তুরাগ দখল ও ভরাট বন্ধ করতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং ভরাট অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। নৌ সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ৯ বিবাদীদের উক্ত রুলের জবাব দিতে বলেছেন আদালত। আদেশ বাস্তবায়নের বিষয়ে আগামী ২৭ নভেম্বরের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে আগামী তিন সপ্তাহের মধ্যে ওই এলাকায় দখল এবং এ কাজে যুক্তদের নাম, ঠিকানা তালিকা করতে গাজীপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত। পরে মনজিল মোরসেদ বলেন, ‘তুরাগকে মৃত্যু ঘোষণা সময়ের ব্যাপার’ শিরোনামে গত ৬ নভেম্বর গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন