শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চিলমারীতে বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২০ এএম

কুড়িগ্রামের চিলমারীতে আগুনে পুড়ে ছাই বসতবাড়ির ঘর। গত বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার রমনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম খরখরিয়া এলাকায় মজনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়,আগুনে সূত্রপাত্র বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয় বলে ধারণা করা হয়। এতে পুড়ে ছাই হয়ে যায় একটি বসতঘরসহ, ১টি ফ্রিজ, টিভি ,সেলাই মেশিন, ও ঘরের আসবাবপত্রসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী মজনু মিয়া। চিলমারী ফয়ার সার্ভিস বিভাগের ইনচার্জ খোবরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ,এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় । রমনা মডেল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, মনজু মিয়ার বসতঘরসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন,ক্ষতিগ্রস্তের সাথে কথা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন