শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদের দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২০ এএম

শিবগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার কানসাটের গোপালনগর বাজারে খাইরুল ইসলামের দোকান অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। কৃষি বিপণন কর্মকর্তা নুরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাটের গোপালনগর বাজারে শিবগঞ্জের ভুমি কর্মকর্তা আরিফা সুলতানার নেতৃৃতে খাইরুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার গোডাউনে ৬০০ বস্তা চাল, ২৬২ বস্তা চিনি, ৮০ বস্তা ডাল, ৯০ বস্তা আটা, ২ হাজার ৫০০ লিটার সোয়াবিন তেল মজুদের অপরাধে তাকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত খাইরুলের মজুদ করা পণ্যগুলো তিন দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন