ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বরিশাল হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। নৌ স্থল এবং আকাশপথে সারাদেশের সাথে বরিশালের ভালো যোগাযোগ রয়েছে। পদ্মাসেতু চালু হলে ঢাকার থেকে বরিশালের দূরত্ব কমবে। আর বাণিজ্যিক গুরুত্ব আরো বাড়বে। গতকাল বৃহষ্পতিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের নাগরিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কবি জীবনানন্দ দাশ, শের এ বাংলা এ কে ফজলুল হকসহ গুণীজনদের পূণ্যভূমি বরিশাল। বরিশাল ও রিপোর্টার্স ইউনিটিতে আসতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান এবং আনন্দিত বলে মতো প্রকাশ করেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি স্বপন খন্দকার, সাংবাদিক অপুর্ব অপু, মঈনুল ইসলাম সবুজ, শাওন খান। উল্লেখ্য বরিশালে এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী আসলেন। অতিথিকে স্বাগত জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন