শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে কৃষকের ব্যাপক ক্ষয়-ক্ষতি

কুড়িগ্রাম থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ৫:৩৯ পিএম

কুড়িগ্রামে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের এক কৃষকের বসতবাড়ির কয়েকটি ঘর,একটি গোয়াল ঘর,জমানো নগদ দেড় লাখ টাকা, অর্ধশত মন ধান, ২০-২৫টি হাঁস-মুরগিসহ বসতবাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়েছে। এসময় গোয়াল ঘরে থাকা একটি ষাড় গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ অগ্নিকান্ডে ওই কৃষকের প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোররাতে উপজেলার হলোখানা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কৃষক নুর মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে,কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত তার বাড়িঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।এলাকাবাসীরা জানান,নুর মিয়ার বাড়িতে প্রতিদিনের মত রাতের খাওয়া শেষে গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে সকলে ঘুমোতে যায়। শুক্রবার ভোরে গোয়াল ঘরে আগুনের শিখা দেখে চিৎকার দেয় তার পরিবারের লোকজন।এরপর এলাকাবাসীরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হন।এরই মধ্যে তার আধাপাকা ৪টি বসত ঘর, একটি রান্না ঘর, একটি খড়ের গাদা, বাড়ির আসবাবপত্র,জমানো ১ লাখ ৫০ হাজার টাকা, ৪০-৪৫ মন ধান, ২০-২৫টি হাঁস-মুরগি, গায়াল ঘরসহ গোয়াল ঘরে থাকা একটি ষাড় গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বলেন, আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন